নিজস্ব প্রতিবেদক : বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে গাজীপুর মহানগর কর্মজীবি দলের উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে টঙ্গীতে কর্মশালা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার টঙ্গী চেরাগআলী শফিউদ্দিন বিজনেস কমপ্লেক্স মাঠ থেকে শুরু করে বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা করা। লিফলেট বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবি দলের সভাপতি আইয়ুব খাঁন, এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুনসুর আলী, সহ-সভাপতি আমির হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জয় হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক পলক দাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা,টঙ্গী পূর্বথানা সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মতবর, টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী, গাছা থানা কর্মজীবি দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাসন থানা কর্মজীবিদলের সভাপতি শরিফ হোসেন মতিন, রতন, মোহাম্মদ আব্দুস সালাম, ৪৪ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি উজ্জল মিয়া, ৫৫ নং ওয়ার্ড সভাপতি মজিদ, ৫৬ নং ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মঙ্গল উদ্দিন প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। ৩১ দফা রূপরেখা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব ইনশাআল্লাহ ।