নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে । মঙ্গলবার (২৫) বিকাল ৪ টায় দামুড়হুদা থানাধীন গোবিন্দপুর দক্ষিন মাঠের একটি পিয়াজের ক্ষেতের সামনে সুইচ গেট সংলগ্ন রঘুনাথপুর টু গোবিন্দপুরগামী পাঁকা রাস্তার থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই মুহিদ হাসান, সঙ্গীয় এএসআই মোঃ মামুনুর রহমান, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই(নিঃ) শ্রী রমেন কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন গোবিন্দপুর দক্ষিন মাঠের একটি পিয়াজের ক্ষেতের সামনে সুইচ গেট সংলগ্ন রঘুনাথপুর টু গোবিন্দপুরগামী পাঁকা রাস্তার অভিযান পরিচালনা করেন এসময় আটক করা হয় পুরাতন বাস্তপুর গ্রামের খাদেম আলীর ছেলে মোঃ আকরাম হোসেন আকালে কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৪ বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।