নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৮ টার সময় দত্তপাড়া হাজী মার্কেট সংলগ্ন এই মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৪৮ নং ওয়ার্ডের ক্রীড়া প্রেমী দত্তপাড়া ৪৮ নং ওয়ার্ডের যুবক সংঘ মোঃ পারভেজ আহসান শুভ মোঃ রুবেল হোসেন মোঃ মালেক হোসেন মোঃ রবিউল মোহাম্মদ মহসিন হোসেন সোহেল খান ও মোঃ আমিনুল ইসলাম মাইনুল এর উদ্যোগে মিনহাজ উদ্দিন ৪৮ জুনিয়র দল ও শহিদুল ইসলাম হৃদয় ৪৮ সিনিয়র দল টসে জিতে প্রথমেই সিনিয়র-৪৮ দল ১০ ওভার খেলে ৩৩ রান করে। এদিকে ৪৮ জুনিয়র দল ৩৪ রানের লক্ষমাত্রা নিয়ে মাঠে নামে। খেলার শুরু থেকেই টান টান উত্তেজনার মাধ্যমে ৯ ওভার ৪ বল খেলে ৩৫ রান করে অর্জন করে সিনিয়র ৪৮ দলকে পরাজিত করে। ১০ ওভারের খেলার পর আলোচনা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ড বিএনপির সাবরক সাধারণ সম্পাদক মোঃ সফি উদ্দিন সফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা প্রমুখ।