নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দল টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে টঙ্গী পশ্চিম থানার ৫৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মশালা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১ লা মার্চ শনিবার বেলা ১১ ঘটিকার সময় ৫৫ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা করা। টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সাধারণ সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সেলিনা হায়াত আইভি, মহানগর নেতা মোবারক হোসেন, টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি রাসেল মিয়া, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, আইন বিষয়ক সম্পাদক হৃদয় হোসেন বাবু, ৫৫ নং ওয়ার্ড সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক রতন মিয়া সহ-সভাপতি নয়ন মিয়া প্রচার সম্পাদক খোকা মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। ৩১ দফা রূপরেখা কর্মশালায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব ।