নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার,ডঃ নাজমুল করিম খন্দকার। মঙ্গলবার (৪ মার্চ)গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সহ অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্টের পর থেকে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেছে প্রশাসনকে। এখনও তা করে যাচ্ছে বলেও জানান তিনি। এম মঞ্জুরুল করিম রনি , আগামীতেও গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনারকে। এসময় তিনি কিছুদিন আগে গাজীপুরে সাবেক ফ্যাসিস্ট সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনার মধ্যে দিয়ে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টার করেছিল ফ্যাসিস্ট সরকারের পেতাত্ত্বারা বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডঃ নাজমুল করিম খন্দকার নেতৃত্বে পুলিশ সদস্যরা সেই বিষয়টিকে খুব সুন্দরভাবে সামাল দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মাফিয়া খুনি হাসিনা সরকার, বিরোধী দলের নেতাকরীদের দমন পিড়নের জন্য গত কয়েক বছরে বেশ কিছু আইন তৈরি করেছিল বলেও তিনি উল্লেখ করেন।বলেন, সে বিষয়গুলি মাথায় রেখে সতর্কতার সহিত আইন প্রয়োগ করার কতা বেলন। বলেন, গাজীপুরের জন্য যে আইন তৈরি করেছে সেটি কিভাবে প্রয়োগ হবে, কোন অপরাধী যদি ঘটনা ঘটনার পর গাজীপুরের বাইরে চলে যায় তাহলে সে অপরাধীর ক্ষেত্রে কিভাবে আইনটি প্রয়োগ করবেন সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সবাইকে মিলে চেষ্টা করতে হবে বলেও জানান। বলেন, ঢাকা সিটির চেয়েও গাজীপুর সিটি কর্পোরেশন অনেক বড়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাজীপুরে এসে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করেন আবার অনেকে বসতবাড়ি গড়ে তোলেন। তারপরও গাজীপুরের আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সামনে ঈদকে কেন্দ্রকরে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে সে বিষয়ে গাজীপুর পুলিশের কোন বিশেষ উদ্যোগ রয়েছে কিনা এবং গাজীপুরের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতার প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো জানতে চেয়েছেন তিনি।