• বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

ক্রীড়ায় নারীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

grambarta / ৫৪ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
Oplus_131072

জাহাঙ্গীর আলম : বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয় অন্যান্য সেক্টরেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। এসব ক্রীড়ায় নারীদের অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। খেলাধুলাসহ, সামাজিক ও সাংস্কৃতিক ও অর্থনৈতিক কার্যক্রমে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। শনিবার (৮ মার্চ) টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ব্যবস্থাপনায় কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্টে-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি আরো বলেন, আর্চারিসহ অন্যান্য যেসব খেলায় আন্তর্জাতিক সম্মান ও মর্যাদা অর্জনের সম্ভাবনা রয়েছে সেসব খেলাধুলার পৃষ্ঠপোষকতায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনেও ১২ জন নারী শহীদ ও সহস্র আহত হয়েছেন। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা যেসব অর্জনের সমান অংশীদার তাদের প্রতি নারী দিবসে আন্তরিক শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্টে Recurve prospect women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান ইসরাত জাহান তুলনা, রৌপ্য মোসাম্মত হাবিবা, Recurve begginers women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান জান্নাতুল নাইমা, রৌপ্য তায়বা আক্তার, Recurve competitive women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান ইতি খাতুন, রৌপ্য সোনালী এবং Compound competitive women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান বন্যা আক্তার ও রৌপ্য পদক পান পুষ্পিতা জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর