• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

রফিকুল হত্যা মামলার এজাহার ভুক্ত ৩ আসামী আটক

grambarta / ১৩০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক হত্যা মামলার এজাহার ভুক্ত ৩ আসামি আটক করেছে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত- একটি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল, ৩ টি ধারালো হাসুয়া,৫ টি বাঁশের লাঠি । দর্শনা থানা সূত্রে জানাগেছে, টিসিবি, ভিজিএফ, খাদ্যবান্ধব চাউলসহ বিভিন্ন সাহায্য অবৈধ ভাবে বিক্রয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৮)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘটনার সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার হুলিয়ামারী (মিয়াপাড়ার) মৃত্যু শরিফ উদ্দিনের ছেলে মোঃ তসলিমুজ্জামান সাগর মেম্বর(৪৩),গিরিস নগর (বাজারপাড়ার) মোঃ আব্দুল খালেক ত্রিপুরা’র ছেলে মোঃ বিল্লাল হোসেন মোল্লা(৫০) ও গিরিস নগর (মোল্লাপাড়ার) মৃত সাহেব আলীর ছেলে মোঃ আছের উদ্দিন মান্দার(৪২) উল্লেখ্য গত ৮ মার্চ বেলা ১১ ঘটিকার সময় দর্শনা থানাধীন তিতুদহ মাঝের পাড়া জামে মসজিদের নিকট ভিকটিম রফিকুল ইসলাম (৪৮) কে এজাহার নামীয় সকল আসামীরা বে-আইনী ভাবে জনতাবদ্ধ হইয়া দেশীয় ধারালো, অস্ত্র-সন্ত্র লইয়া ভিকটিমকে খুন করিবার উদ্দেশ্যে চারিদিক থেকে ঘিরে ধরে শরীরের বিভিন্ন স্থানে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে হত্যা করেন। বর্ণিত ঘটনার বিষয়ে ভিকটিম রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে এজাহার নামীয় ৩৭ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জন আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেন মামলা নং-০৭ তারিখ ০৯/০৩/২০২৫ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করেন। হত্যা ঘটনার বিষয়টি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার মূলরহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস) কনক কুমার দাস ও সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা’র নেতৃত্বে দর্শনা থানা পুলিশের একাধিক টিম ঘটনার মূলরহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের লক্ষে মাঠে নামে। হত্যার ঘটনা পারিপার্শ্বিক পর্যালোচনা করে দর্শনা থানা পুলিশ শনিবার (৯ মার্চ রাত ৩ টার সময় দর্শনা থানাধীন গিরিসনগর গ্রামের ফাঁকা মাঠের মধ্য হতে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় মোঃ তসলিমুজ্জামান সাগর মেম্বর(৪৩), মোঃ বিল্লাল হোসেন মোল্লা(৫০) ও মোঃ আছের উদ্দিন মান্দার(৪২) কে গ্রেফতার করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর