নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আল রাব্বি’ র ব্যক্তিগত উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড তিস্তার গেইট ইউনাইটেড স্কুলের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মৃধার পরিচালনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার, প্রধান বক্তা গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি,টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুর মোহাম্মদ কমিশনার, প্রভাবশালী নেতা মোঃ লিয়াকত আলী, যুবদল নেতা মোঃ সৌমিক সরকার, সায়েদ আহম্মেদ, নাছির উদ্দিন পাপ্পু,মোঃ আবুল হোসেন, রাকিব হোসেন সাইফুল, গাজীপুর মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, আব্দুল ওহাব,৫৭ নং বিএনপি’র সাধারণ সম্পাদক বিএম শামীম, জহিরুল ইসলাম সরকার, বদিউজ্জামান, ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।