• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

দর্শনায় নাশকতা মামলার ৩ জন আসামি আটক

grambarta / ২৪৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এন্ড কোম্পানি (চিনিকল) সহ জন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক বোমা পেতে রাখা ও নাশকতা মামলার প্রধান ৩ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ ভোরে) তাদেরকে আটক করা হয়। বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার সাহা জানান কেরু চিনিকল এলাকায়, পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া, ঈশ্চরচন্দ্রপুর সহ ৫ টি স্পটে মোট ১৪ টি বোমা পেতে আতঙ্ক সৃস্টি ও নাশকতা মুলক কর্মকাণ্ড সহ আইন শৃঙ্খলার চরম অবনতি করার প্রধান ৩ আসামিকে শনিবার ভোরে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার  দঃচাদপুর গ্রামের মোঃ সেরিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন(৩৫) ও একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে রানা মন্ডল (৩৭) ও  শান্তি পাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস আলি (৩৫)। এবিষয়ে দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান আটক আসামীদেরকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা -জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে। কেউ রেহায় পাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর