• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

দর্শনা থানা পু‌লি‌শের অভিযান ‌কেরুজ ফার্ম করনীক টগর গ্রেফতার

Jahangir News / ১৪৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কেরুজ চি‌নিকল এলাকায় সম্প্র‌তি সম‌য়ে ঘ‌টে যাওয়া একের পর এক শ‌ক্তিশা‌লি বোমা উদ্ধা‌রের নেপ‌থ্যের রহস্য উন্মোচন পু‌লি‌শি তদন্ত র‌য়ে‌ছে অব্যাহত। পাশাপা‌শি বোমা ঘটনায় ক‌য়েকজন‌কে গ্রেফতারও ক‌রে‌ছে দর্শনা থানা পু‌লিশ। কেরুজ এলাকায় ক‌য়েক দফায় বোমা উদ্ধা‌রের ঘটনায় শ্র‌মিক-কর্মচা‌রি‌দের ম‌ধ্যে নেপ‌থ্যের নায়ক‌ স‌ন্দেহে রা‌সেল উদ্দিন টগর‌কে নি‌য়ে নি‌য়ে কানাঘুষা হ‌চ্ছি‌লো শুরু থে‌কে। অব‌শে‌ষে টগর‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। জিজ্ঞাসাবা‌দের জন্য রিমা‌ন্ডের আবেদনও করা হ‌তে পা‌রে। সোমবার বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমী‌রের নেতৃ‌ত্বে পু‌লিশ বাসস্ট্যা‌ন্ডের এক‌টি চা‌য়ের দোকান থে‌কে গ্রেফতার ক‌রে‌ছে রা‌সেল উদ্দীন ওর‌ফে টগর‌কে (৪৬)। কেরুজ কর‌পো‌রেশন লাই‌নের শাহজাহা‌নের ছে‌লে চি‌নিক‌লের ঝাঝ‌রি ফা‌র্মের করনীক টগর‌কে বোমা উদ্ধার মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে ও‌সি শহীদ তিতুমীর আরো জানান পু‌লিশ বোমা উদ্ধার ঘটনার রহস্য উন্মোচ‌নে কাজ কর‌ছে। বোমার ঘটনার সা‌থে জ‌ড়িতরা যত শ‌ক্তিশা‌লি হোকনা কেন ছাড় পাওয়ার কোন সু‌যোগ নেই। যত দ্রুত সম্ভব কেরুজ এলাকায় দফায় দফায় বোমা উদ্ধার নেপ‌থ্যের রহস্য উৎঘাটন করা হ‌বে। জ‌ড়িত প্র‌ত্যেক‌কে করা হ‌বে গ্রেফতার। বোমা উদ্ধার মামলার তদন্তকা‌রি কর্মকর্তা থানার ইন্স‌পেক্টর (অপ‌রেশন) অনুপ দাস আজ মঙ্গলবার গ্রেফতারকৃত টগর‌কে আদাল‌তে সোপর্দ ক‌রে ৭ দি‌নের রিমা‌ন্ডের আবেদন কর‌বেন ব‌লেও জানান ও‌সি শহীদ তিতুমীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর