• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল : ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় মোনাজাত চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান: ১’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : একাধিক মামলার আসামী ওয়াসীম আটক, ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার বিয়েবাড়িতে গন্ডগোলের জেরে বর সহ কয়েকজন অবরুদ্ধ : ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে ওসি নিজেই বিপাকে, উদ্ধার করল সেনাবাহিনী জীবননগরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ ৫রাউন্ড গুলি উদ্ধার পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা 

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : একাধিক মামলার আসামী ওয়াসীম আটক, ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার

grambarta / ২১৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রত্তুতিকালে একজনকে আটক করেছে। আটককৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ধারালো ছুরি ও ১ টিচাইনিজ কুড়াল। রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ৩ ঘটিকার সময় দর্শনা থানাধীন পৌর এলাকার শান্তিপাড়া হইতে পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ শান্তিপাড়া হইতে পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার)শাহজাহান মন্ডল এর ছেলে ওয়াসীম মন্ডল (৩৫) কে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ধারালো ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি। এসময় ৩ জন আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ ওয়াসিম মন্ডল এর পিসি/পিআর নিম্নেপ্রদত্ত হইলঃ-
১। (29P3H) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,জি আর নং-৩৯৬/০৬, তারিখ- ৩০ অক্টোবর, ২০০৬; সময়- ধারা- ৪৪৭/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০

২। (29LRQ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,জি আর নং-১৬৬/০৫, তারিখ- ২৫ জুন, ২০০৫; সময়- ধারা- ৩২৪/১৪৩/৪৪৮/৩০৭/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০

৩। (2V7YJ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ১২ ফেব্রুয়ারি, ২০১৮; সময়- ২১:৪৫ ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন

৪। (2F44A) চুয়াডাঙ্গা এর চুয়াড়াংগা সদর থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ১৯ জুন, ২০১৭; সময়- ১৬.০৫ ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
৫। (2JLMC) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-৪০, তারিখ- ২৬ নভেম্বর, ২০১৬ সময়- ২০:২০ ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন

৬। (258KF) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০২ অক্টোবর, ২০১১; সময়- ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন

৭। (25TKJ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২২ জুন, ২০০৭; সময়- ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন

৮। (95FYD) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৬ এপ্রিল, ২০০৫; জি আর নং-৬৯, তারিখ- ২৬ এপ্রিল, ২০০৫; সময়- ২০:৩০ ঘটিকা ধারা- ৩২৩/৩২৪/৩২৫/৩০৭ পেনাল কোড-১৮৬০

৯। (9FATY) কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৪; জি আর নং-২২, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৪; সময়- ০০.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

১০। (2YQPX) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৫ জুন, ২০১৮; সময়- ২১:৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর