নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর গয়েশপুর গ্রামাস্থ জনৈক সিরাজ এর জমির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্স ১২ এপ্রিল বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামাস্থ জনৈক সিরাজ এর জমির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আটক করা হয় গয়েশপুর গ্রামের বিল্লাল আলীর ছেলে মোঃ ইমরান আলী(২৩)কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।