নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। শনিবার (১২ই এপ্রিল) দুপুরে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সভাপতি রাশেদুল ইসলাম কিরন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান (কালা), টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন মন্ডল, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটু, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী ওমর ফারুক, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা মামুনুর রশিদ পাঠান, মো. সাজ্জাদ, মো. চঞ্চল মিয়া। এছাড়া ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের জাহিদুল ইসলাম পলাশ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী হোসেন, যুবদল নেতা অপু, ফরহাদ হোসেন, মোহাম্মদ হাবিব মোল্লা, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কুদ্দুস আলী, মো. শ্যামল, রুবেল, বিক্রম, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ আলকাস, মোহাম্মদ সাজিদ, মো. নুরু মিয়া, মোহাম্মদ আলকাছ, মো. ফিরোজ মিয়া, মো. মহসিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েমের জন্য গোপনভাবে ষড়যন্ত্র করছে। তাঁরা অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।