নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬’শ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৩:২০ ঘটিকায় সময় দামুড়হুদা থানাধীন কুতুবপুর গ্রামস্থ পূর্বপাড়া জনৈক হক সাহেবের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে,চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই মোঃ তোরগুল হাসান সোহাগ, মামুনুর রহমান জেলা গোয়েন্দা শাখা সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা থানাধীন কুতুবপুর গ্রামস্থ পূর্বপাড়া জনৈক হক সাহেবের বাড়ীতে। এসময় আটক করা হয় উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে ইকরামুল হক(৪২), উপজেলার দুর্গাপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে আব্দুল আলিম(৩০) ও ঠাকুরপোর পশ্চিম পাড়া নুরুল ইসলামের ছেলে ডালিম(৩৫) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০০(ছয়শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য আনুমানিক ১লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।