নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরায় দায়েরকৃত মামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে (৬০) আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে টঙ্গীস্থ কলেজগেট শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন মিয়া টঙ্গীর দক্ষিণ আউচ পাড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাদবরের ছেলে। তিনি টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, জুলাই আগষ্টের হামলার ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা চেষ্টা মামলা ও ৬ এপ্রিল উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দুই মামলায় যথাক্রমে ০৮ ও ২১ নাম্বার এজাহার ভুক্ত আসামি এ শিক্ষক। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।