নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইটি গাজা গাছ সহ একজনকে আটক করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৩ টার সময় দর্শনা থানাধীন বড় সলুয়া উত্তরপাড়া গ্রামস্থ চিত্রা নদীর পাড় সংলগ্ন আটককৃতর নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় তার দখলীয় চাষের জমির মধ্যে রোপনকৃত করা দন্ডায়মান ২ টি তাজা গাঁজা গাছ।
সূত্রে জানাগেছে,চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন বড় সলুয়া উত্তরপাড়া গ্রামস্থ চিত্রা নদীর পাড় সংলগ্ন। এসময় আটক করা হয় বড় সলুয়া (উত্তরপাড়ার) নজির ফকিরের ছেলে হাবিবুর রহমান @ হাবুল (২৮)কে, উদ্ধার করা হয় তার নিজ দখলীয় চাষকৃত জমির মধ্যে রোপনকৃত অবৈধ মাদকদ্রব্য ০২ (দুই) টি গাঁজা গাছ, যাহার অনুমান মূল্য-৪৪ হাজার টাকা
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।