নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে চাঁদাবাজী বন্ধে প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) সকাল ১১ টার সময় গাজীপুর মহানগরীর টঙ্গী মিলগেট এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতা-কর্মীরা। প্রতিবাদ সভা ও মহাসড়ক অবরোধচলাকালে কিছু সময় মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ বন্ধ ছিল। জানাগেছে , ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি’র নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। মহাসড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির, সাধারণ সম্পাদক আবু সাকের, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, সেলিম হোসেন, বিএনপি নেতা জামাল উদ্দিন, আল আমিন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গাজীপুর জেলার ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, ট্রাকস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের সময় ব্যাপক চাঁদাবাজী হয়েছে। এই চাঁদাবাজী বন্ধের জন্য প্রতিবাদ করলে আওয়ামীলীগের দোসররা বিএনপির ৭ জন কর্মীকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।