• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

টঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান : দুই ছিনতাইকারী আটক : ৪ টি মটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

grambarta / ১৩০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি মটরসাইকেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। শনিবার (১৭ মে) ৩ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মুনসুর আলী রোডস্থ জনৈক মর্জিনা বেগম (৬০) এর বাসার সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, টঙ্গী থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এর নির্দেশে এসআই (নিঃ) সৈয়দ বায়জিদ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মুনসুর আলী রোডস্থ জনৈক মর্জিনা বেগম (৬০) এর বাসার সামনে কতিপয় ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একসাথে জড়ো হইয়াছে। এসময় সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আটক করা হয় টঙ্গী পূর্ব থানাধীন মোঃ মোফাজ্জল হোসেন (২২), পিতা-শামসুল হক, গ্রাম-বলরামপুর, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ বর্তমান গ্রাম-আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর ও মোঃ সাইদ হাসান (২০), পিতা-মোঃ মোস্তফা,গ্রাম-নাশেরা, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর বর্তমান গ্রাম-আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া। তাদের দখল হইতে উদ্ধার করা হয় ৫ (পাঁচ) টি রামদা,৪ (চার) টি ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প, ৪(চার) টি মোটর সাইকেল, ২ (দুই) টি মোটর সাইকেলের ডিজিটাল রেজিস্টেশন নাম্বার প্লেট, ০১ (এক) টি মোটর সাইকেল এর মাস্টার চাবি। এসময়ে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং পালিয়ে যাওয়া আসামীদের মধ্যে একজন আসামীর নাম প্রকাশ করে। যাহার নাম সাঈদ (২২), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত। অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের নাম-ঠিকানা বলিতে পারে নাই।

উদ্ধারকৃত মোটরসাইকেলের আলামত : (১) ০১ টি Suzuki, BGA1-250702 মোটর সাইকেল, যাহার চেসিস নং-MB8NG4BBLF9100403, ইঞ্জিন নং- MB8NG4BBLF9100403, (২) ০১ টি APACHE RTR মোটর সাইকেল, যাহার চেসিস নং- MD634KE4XJ2G27640, ইঞ্জিন নং-OE4GJ2828343, রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ল-১৮-৪০৫৪, (৩) ০১ টি DISCOVER মোটর সাইকেল, যাহার চেসিস নং- PSUA15AY9LTY29501, ইঞ্জিন নং- JBXWLG66007, (৪) ০১ টি HONDA SHINE-SP-CB-125 মোটর সাইকেল, যাহার চেসিস নং- PSOJC7290LH-130159, ইঞ্জিন নং- JC72E-G-1030206 উপরোক্ত চারটি মোটর সাইকেল এর আনুমানিক মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, (৫) দুইটি ডিজিটাল মোটর সাইকেল এর রেজিঃ নম্বর প্লেট, (ক) যাহা ঢাকা মেট্রোঃ হ-৩২-৭৩৪৪, (খ) ঢাকা মেট্রোঃ হ-৬৭-৭১৯৬, (০৬) ০১ টি মোটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর