প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন গাছা থানা কর্মজীবিদলের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ মে) বিকালে গাছা রাবাব ফ্যাশন বাদশা মিয়া স্কুল রোড সংলগ্ন মাঠে মাঠে জনসম্পৃক্তি কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, তিনি বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। তিনি বলেন, সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মুঞ্জরুল করিম রনি বলেন বলেন,সংষ্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বিগত শেষ সরকারের আমলে ১৫ বছর সকল নেতকর্মীরা নির্যাতিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির কোন মামলা তুলছে না তারা তাদের মামলা তোলা নিয়ে ব্যস্ত আছে। বর্তমান অন্তরপতি ইন্টারনেট সরকার বিএনপিকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। রাষ্ট্র সংস্কারের নামে যারা দেশে চেপে বসেছে। তিনি বলেন বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই যদি ক্ষমতা থাকে নির্বাচনে আসেন নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেন। বাংলাদেশে সংষ্কারের জনক বিএনপি। বিএনপ অনেক আগেই সংষ্কারের ধারণা দিয়েছেন। জনগণের নির্বাচনে ভোটের মাধ্যমে যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেই দলই রাষ্ট্রের সংষ্কার করবে। রাষ্ট্র সংস্কারের ৩১তম বাস্তবায়ন জনসম্পৃক্তি অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে গাছা থানা কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আজিজুল হক,সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আফসার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নুপুর আক্তার, কাউসার, কবির ৩৮ নং ওয়ার্ড সভাপতি সোলাইমান ব্যাপারি সহ স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় কর্মজীবী দলের ৫’শতাধিক নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে আলোচনা শেষে অধ্যাপক এম এ মান্নান স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।