• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ঈদ উল আযহা-ইঞ্জি: আজিজুল হক

grambarta / ২৪৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

গাছা থানা কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক 

গ্রামবার্তা ডেক্স : দেশ ও প্রবাসে থাকা সকল নাগরিকদের গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানা কর্মজীবী দলের পক্ষ থেকে ঈদ-উল আযহা’র শুভেচছা জানিয়েছেন গাছা থানা কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক । এক বাণীতে তিনি বলেন, কোরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল আযহা- আরও একটি আনন্দের দিন। যেখানে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। ঈদ-উল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদ-উল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। গাজীপুর মহানগরবাসীকে পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা জানিয়ে গাছা থানা কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক বলেন, প্রতিবছর ঈদ উল আযহা আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হই। ঈদ-উল আযহা উপলক্ষ্যে আমি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদ-উল আযহা উদযাপন করার তৌফিক দেন। আমাদের বাস্তব জীবনে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর