নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দিনভর অভিযান চালিয়ে ২৫০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন, ২৫০ ফুট পাইপ জব্দ, ১ জনকে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। সোমবার (২৩ জুন) গাজীপুরের তারগাছ ও কুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার। সূত্রে জানাগেছে, গাজীপুরের তারগাছ ও কুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ২৫০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন, ২৫০ ফুট পাইপ জব্দ, ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র সহকারী সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের জয়দেবপুরের জোনাল বিক্রয় ব্যবস্থাপক প্রকৌশলী মো: মোস্তফা মাহবুব সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান, শাবিনুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোঃ সোহেল আহমেদ ও সার্বিক সহযোগিতা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কেউ অবৈধ গ্যাস লাইন ব্যবহার করলে সেটা তিতাস গ্যাস অফিসে জানানোর অনুরোধ জানান সেই সাথে তিনি জানান আমাদের অভিযান চলমান আছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।