• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

কাউন্সিলর পদপ্রার্থী’র সুনাম ক্ষুন্ন করার অভিযোগ জাহিদের বিরুদ্ধে : থানায় লিখিত অভিযোগ  

grambarta / ৪১ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটিকর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুল ইসলামের বিভিন্নভাবে সুনাম ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার জাহিদ নামে এক যুবকের বিরুদ্ধে। এবিষয়ে তাকে নিষেধ করায় উল্টো নুরুল ইসলামের উপর মারমুখী আচরণ করেছে জাহিদ ও তার পরিবারের লোকজন। স্থানীয়দের সহায়তায় রক্ষা পেয়েছে নুরুল ইসলাম। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডের বাইতুল সিরাজ জামে মসজিদ সংলগ্ন রুবেলের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী নুরুল ইসলাম। অভিযোগ সূত্রে জানাগেছে, ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছে মিরাশ পাড়ার মৃত্যু আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম। ইতিমধ্যে বিভিন্ন প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি। প্রচার প্রচারণার পর থেকেই নুরুল ইসলামের সুনামে ঈষান্বিত হয়ে একই এলাকার জাহিদ নামে এক যুবক তার সুনাম নষ্ট করার জন্য যেখানে সেখানে দেখা হইলে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে কথা বলে বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন এবং অসম্মানিত করিয়া কথা বলিয়া মানসিক হেরেজমেন্ট করিয়া আসছে। শুক্রবার (২৮ জুন) মাগরিবের নামাজ শেষে নুরুল ইসলাম বাইতুল সিরাজ জামে মসজিদ সংলগ্ন রুবেলের চায়ের দোকানের সামনে নুরুল ইসলাম জাহিদকে তার হেয় প্রতিপন্ন করার বিষয়ে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ এবং তার পরিবারের লোকজন নুরুল ইসলামের উপর অতর্কিত হামলার চেষ্টা করে এবং একাধিকবার মারধর করিতে উদ্ধত্ত হইয়া তেড়ে আসলে স্থানীয় লোকজনের কারনে রক্ষা পাই। ঘটনার শেষ পর্যায়ে জাহিদের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসিয়া নুরুল ইসলামের ভয়ভীতি এবং হুমকি দেয় বলে অভিযোগ উল্লেখ করেছেন। অভিযোগে আরো উল্লেখ করে বলেন জাহিদ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ঠ লোক। প্রকাশ্য এমন আচরনে আমরা স্বাভাবিক জীবন নিয়ে শঙ্কিত। এবিষয়ে জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করেন। তিনি বলেন গতকাল মাগরিবের নামাজ পড়ার পর আমার সাথে কিছু কথা আছে বলে চায়ের দোকানে নিয়ে যায় এবং নুরুল ইসলাম বলে তোমার স্ত্রী আমাদের সমাজে হেয় করার জন্য বিভিন্ন কথা বলে এসব কথা বলার পর আমি চলে আসি পূণরায় আমাকে ডাকে। আমি পুনরায় আসলে কয়েকজনের সাক্ষী মেনে আবারো একই কথা উপস্থাপন করে। এক পর্যায়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, পরে আমার দিকে উদ্ধত্ত হলে আমার মেয়ে তাদেরকে বলে আমার বাবার সাথে খারাপ আচরণ করবেন না তাই বলে আমারা চলে আসি। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদি জানান এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখলাম সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযোগকারীর উপর চড়াও হয়। বিষয়টি যেহেতু আধোত্তব্য অপরাধ সেহেতু এটা স্থানীয় ভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর