• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্টে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান : দুই থানায় গ্রেফতার-৬৫ জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টঙ্গীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টঙ্গীতে মাদ্রাসার পাশে থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ঋণের টাকা পরিশোধ না করায় নারীকে তালাবদ্ধ রাখার অভিযোগ বিআরডিবি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে টঙ্গীতে ছিনতাইকারীর হাতে পোশাক শ্রমিক নিহত-জনমনে ছিনতাই আতঙ্ক জীবননগরে পণ্যবাহী ট্রাক খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়-আমিনুল হক

grambarta / ৩৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রাম করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান ঘোষিত এক দফা আন্দোলনের অংশ নিতে গিয়ে গত জুলাই-আগস্টে অভ্যুত্থান পরিস্থিতিতে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শনিবার বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা তাঁদের ভুলে যেতে পারি না। তাঁদের আত্মত্যাগের ফলেই দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারগুলোর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরাও ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে থাকবো।”আমিনুল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি মানবিক বাংলাদেশ গড়া, যেখানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ থাকবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা আর চাই না, আমাদের কোনো ভাই শহীদ হোক।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গনশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, আমরা বিএনপি পরিবারের আতিকুর ইসলাম রুমন, মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, হাফিজুর রহমান শুভ্র, নূরুল হুদা ভূইয়া নূরু, হাজী মোঃ নাসির, মাহাবুবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর