নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে রবিবার (১০ আগস্ট) বোড বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোপ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাজারী ,গাছা থানা জামায়াতের আমীর মোঃ মিয়াজ উদ্দিন মাস্টার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ কালিমুল্লাহ ইকবাল, মাই টিভির টঙ্গী প্রতিনিধি গোলাম আজাদ, খবর পত্রের সাংবাদিক মোঃ বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঃ মনির হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক ও টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ টঙ্গী প্রতিনিধি আশিকুল ইসলাম, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, মাহবুব জিলানী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, আবু সাঈদ মৃধা, ইফতেখার, আনিসুল ইসলাম , সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেন প্রমুখ। নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার
কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশ ও নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।