জাহাঙ্গীর আলম : টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাহিদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক এস এম মুরাদের পরিচালনায় এসএসসি পরীক্ষাথীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মতিউর রহমান বি.কম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোসাঃ শাহিনা সরকার, সহকারী প্রধান শিক্ষক দিবা মো.নুরুজ্জামান , অভিভাবক সদস্য,মো. রফিকুল ইসলাম, আতিকুর রহমান, মোছা.রাহেলা বেগম, সহকারী শিক্ষক আতাউল গণি, একে এম শাহ আলম, শিক্ষক প্রতিনিধএস এম নাজমুল হক, আব্দুল সাত্তার, নিলুফা ইয়াসমিন মনিরা, শিক্ষক এস এম মামুনুর রশীদ, আমান উল্লাহ, মোজাম্মেল হক সহ শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক’রা উপস্থিত ছিলেন। উল্লেখ টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ২৬৪ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষাথীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।