• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার, টঙ্গীতে লিফলেট বিতরণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান: মিরপুরে গণসংযোগে আমিনুল হক দালাল চক্রের যোগসাজশে ভারতীয় নাগরিকের বাংলাদেশি এনআইডি: গাজীপুরে তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত

ডিভোর্সের কথা জানালেন মাহিয়া মাহি

grambarta / ৫৫২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্সের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানালেন, স্বামী রকিবের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় ছেলে ফারিশের জন্যও দোয়া চেয়েছেন সকলের কাছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ৮ মিনিট ৪৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি।ভিডিওর শুরুতে মাহি বলেন, ‘আজকে এ রকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবিনি কখনও। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। অনেক দিন যাবত আমরা আলাদা থাকছি। আমি আর রকিব ভালো আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একপর্যায়ে এসে মনে হয়েছে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। রকিব খুব ভালো একজন মানুষ। পরোপকারী মানুষ। অনেক কেয়ারিং সে। একটা ছাদের নিচে কেন দুটো মানুষ ভালো নেই তা শুধু ওই মানুষ দুটোই বলতে পারে। আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব। মাহি বলেন,আমার কলিজার টুকরা ফারিশের ছবি যখন পোস্ট করি তখন আপনারা অনেক বাজে কথা লেখেন। হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু ওর মা হিসেবে আমার বুক ফেটে যায়। দয়া করে এসব লিখবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি। আমার অনেক দায়িত্ব। অনেক যুদ্ধ। মাহি বলেন, ‘আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলাটা মসৃণ হয়। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আলাদা হওয়ার ঘোষণা দিলেন মাহি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর