নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) ভোরে উপজেলার বাঁকা গ্রামের আশতলাপাড়ার ব্রিকফিল্ড মোড় হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর থানাধীন বাঁকা গ্রামের আশতলাপাড়ার আজগার আলীর ছেলে লাল্টু হোসেন (৪০), খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন ফয়লা হাসপাতাল পাড়ার বিশ্বাস বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক পরশ (৩০)। সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ফিরোজ হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে জীবননগর পৌরশহরের (৮নং ওয়ার্ড) বাঁকা গ্রামের আশতলাপাড়ায় ব্রিকফিল্ড মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা রুজু করে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।