• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশী-বিদেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৬ জন আটক গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গাজীপুরে আনন্দ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক-১, মোটরসাইকেল উদ্ধার যথাযোগ্য মর্যাদায় টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত খেলাধুলার প্রতি যূব-সমাজকে আকৃষ্ট করতে বিএনপি কাজ করছে : এম মঞ্জুরুল করিম রনি এম এ মান্নানের মৃত্যু স্বাভাবিক নয়; পরিকল্পিত হত্যা অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

grambarta / ১৪৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,শুক্রবার ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, গত ৯ জানুয়ারী ২০২৪ ইং মঙ্গলবার ভিকটিম বরুণ ঘোষ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিল। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত তাকে মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বরুনের ভাই অরুণ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন বরুন ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। এ বিষয়ে ভিকটিম এর  স্ত্রী বাদী হয়ে গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও নয় থেকে দশ জনকে আসামি করে  ঝিনাইদহ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার পলাতক আসামী- মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যব-৬ এর আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঝিনাইদহ সদর উপজেলার রাশেদুল ইসলাম ওরফে রাশেদ কে (৪৭) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর