নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ র্যাব-৬ বিশেষ অভিযান চালিয়ে ১৬ বছর সাজাপ্রাপ্ত, অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামি ঢাকা থেকে আটক করেছে। রবিবার (১০ ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা মহানগরীর ধানমন্ডী থানাধীন আবহনী মাঠ এলাকায় থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, ঝিনাইদহ র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে আসছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বিভিন্ন মামলার ৮টি সাজা ওয়ারেন্টভূক্ত এবং ১০টি গ্রেফতারি ওয়ারেন্টভূক্ত সর্বমোট ১৮ টি মামলা, ১৬ বছর ৬ মাসের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১৫,৫৫,০০০/- (পনের লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন দীর্ঘদিনের পলাতক আসামী ঢাকা মহানগরীর ধানমন্ডী থানাধীন আবহনী মাঠ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬ এবং র্যাব-২ এর যৌথ অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঢাকা মহানগরীর ধানমন্ডী থানাধীন আবহনী মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলার ১৬ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ১৮টি মামলার ওয়ারেন্টভুক্ত এবং অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত কাকিলাদাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আহসান গীর কে (৪৫) আটক করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।