নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ৩ মে শুক্রবার রাত ১১ টার দিকে দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়া মোড়স্থ (বটতলা) জনৈক আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুরগামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মুহিদ হাসান, এসআই ভবতোষ রায়, এএসআই শ্রী রমেন কুমার সরকার, এএসআই মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়া মোড়স্থ (বটতলা) জনৈক আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুরগামী পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার করিমপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মোঃ বাবু শেখ (২৮) ও একই গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে মোঃ হাসান ব্যাপারী কে (২৫) তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। যার মূল্য অনুমান-৩,০০,০০০/- (তিন লক্ষ)টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।