নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে গাজীপুর মহানগর আওয়ামী ওলামা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহম্মেদ অডিটরিয়ামে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্সী মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা কাজী মোঃ শহিদ উল্লাহ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ড. কে. এম আব্দুল মমিন সিরাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ আজমত উল্লা খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি হাফেজ মাওলানা কাজী সাগর আহম্মেদ শাহিন। সিনিয়র সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি পীরজাদা পীর আক্তার হোসেন ব্যাপারী, নুর মোহাম্মদ আহাদ আলী সরকার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা সোলায়মান, মাওলানা মোঃ মনোয়ার হোসেন, আনোয়ার, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানী, মাওলানা এনামুল হক ফরিদী, হাপেজ মাওলানা আনোয়ার হোসেন সুজন, মাওলানা শেক সালমান মাহমুদ, বিশেষ আমন্ত্রিত অতিথি মাওলানা মোঃ আক্তার হোসেন গাজীপুরী, এ্যাড. মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আব্দুলাহ আল মামুন মন্ডল, গাজীপুর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মাসুদ রানা এরশাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জবেদ আলী জবে, আতিকুর রহমান সোহাগ, বাবুল হোসেন মন্ডল প্রমুখ। আলোচনা সভার শেষে সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।