নিজস্ব প্রতিবেদক : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দর্শনা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ জুন বিকাল ৪ ঘটিকার সময় দর্শনা পৌরসভাধীন দর্শনা বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দু, বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ড্রাইভারদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার উদ্যোগে দর্শনা পৌরসভাধীন দর্শনা বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দু, বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ড্রাইভারদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা জঙ্গি, সন্ত্রাসী, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সাইবার ক্রাইম, কিশোর গ্যং, নারী নির্যাতন, মানব পাচার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, চুরি, ডাকাতি, দস্যুতা রোধ, মলম পার্টি হইতে সাবধানতা অবলম্বন, যে কোন স্থানে অপরাধ সংগঠিত হলে তাহা দ্রুত রোধকল্পে তথ্য প্রদান, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করণ, রাত্রীকালীন চলাচলের ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন সম্পর্কে আলোচনা করেন। এছাড়া যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দর্শনা থানা এলাকায় কোথাও কোন মাদক কেনা বেচা অথবা সেবন এবং যে কোন অপরাধ সংগঠিত হতে দেখলে তাৎক্ষনিক পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলকে অনুরোধ করেন।