• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’ টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং ওয়ার্ড যুবদলের অফিস উদ্বোধন সমুদ্রের ঢেউ আর বন্ধুত্বের হাসি : কক্সবাজার ভ্রমণ-২০২৫ এ ফ্রেন্ডস’৯৪ টঙ্গী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে-আমিনুল হক টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

দর্শনায় বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে শিক্ষার্থী বৃন্দ

grambarta / ১৪৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দেশের বন্যা দুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দিন রাত অর্থ সংগ্রহ করছে। আজ রোববার (২৫ আগস্ট) সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিম গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ সংগ্রহের গণ কর্মসূচি শুরু করেছে। অর্থ সংগ্রহের কমিটি থেকে জানা যায়,শিক্ষার্থীরা দর্শনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,বিভিন্ন মসজিদ,বাজার সহ বিভিন্ন এলাকা,অর্থ সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা স্থানীয় স্কুল, ও কলেজ ক্যাম্পাস থেকে বন্যার্তদের জন্য কাপড় ও অর্থ সংগ্রহ করছে। এসময় শিক্ষার্থী রিফাত বলেন – মানুষ হয়েও যদি মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়াই তাহলে আমাদের মনুষ্যত্বে কোথায় থাকলো।আমাদের মনুষ্যত্বের জায়গা থেকেই আমরা পানিবন্দি পরিবারের পাশে এসে দাঁড়াব।দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যায় গৃহহীন হয়েছে অনেক মানুষ। বর্তমানে বন্যাকবলিত এলাকার বেশির ভাগ মানুষেরাই চরম দুর্ভোগে আছেন। তাদের জন্য সহযোগিতা করতে চাই। দর্শনা কলেজের শিক্ষার্থী রিয়া বলেন, বন্যার্ত পরিবারেরা আজ ভালো নেই। তারা আজ অসহায় হয়ে পড়েছে। এ জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ ও কাপড় সংগ্রহ করছি। অর্থ সংগ্রহ শেষে আমাদের দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র টিম সেখানে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। বণ্যার্ত মানুষের পাশে দর্শনাসহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী রিফাত, অভি, মতিয়ার রহমান মতি,সংগ্রাম, তুর্য, শাকিব, রিয়া,রেশি, অনামিকাপ্রমুখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর