নিউজ ডেক্স : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেয়া আইন সম্মত ছিল কিনা-এ বিষয়ে শুনানি ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। একই দিন বিশেষ জজ আদালতের দেয়া খালাসের রায় দাখিল করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা ড. ইউনূসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর প্রতি নির্দেশ দেয়া হয়। এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১২ আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন। মামলা প্রত্যাহার চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের খালাস দেন আদালত। এ প্রসঙ্গে ড. ইউনূসের আইনজীবীর ভাষ্য, ক্ষমতায় যাওয়ার কারণে নয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে খালাস চান তারা। কেননা মামলাটি যে ষড়যন্ত্রমূলক ছিল এটি তারা প্রমাণ করতে চান।