• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা: পুলিশ টঙ্গীতে ফ্লাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান

বোমা মেরে অতঃপর কুপিয়ে ছিনতাই

grambarta / ১০১ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে কুপিয়ে ও বোমা মেরে মোটরসাইকেল এবং টাকা ছিনতাই করেছে একদল অজ্ঞাত ছিনতাইকারী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ। আহত ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্লোব ফার্মাসিউটিক্যালস লি.এর ভেটেরিনারি প্রমোশন অফিসার মাজেদুর রহমান ও ইথিক্যাল ফার্মাসিউটিক্যালস বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী কর্মসূত্রে গাংনী শহরের বসবাস করেন। শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলযোগে তারা দুজন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্মেসিগুলোতে টাকা আদায় করতে গিয়েছিলেন।
টাকা আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন তারা। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের করমদি গ্রামের ব্রিজের পাশে পৌঁছলে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা মাজেদুর রহমান ও মিরাজ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত ডিসকভারি (১০০ সিসি) মোটরসাইকেল ছিনিয়ে নেন। জীবন রক্ষায় মাজেদুর রহমান চিৎকার দিলে তার ওপরে একটি বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ বলেন, মাজেদুর রহমানের বাম হাত ধারালো অস্ত্রের কোপে এবং বোমাঘাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। এ ছাড়াও তার ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতের ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অপরজন মিরাজ আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আহতদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন গাংনী থানার এসআই কামরুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর