• সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিচার শেষ না হওয়া পর্যন্ত আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক-১০ ভারতে যাওয়ার সময় দর্শনা জয়নগর চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা আটক আজ বিশ্ব ‘মা’ দিবস দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান বিপুল পরিমাণ মদ সহ আটক-১ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের মর্যাদা রক্ষার দিন বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় : জনজীবন বিপর্যস্ত  উত্তরায় সাংবাদিক অপহরণের ঘটনায় ১ নারী আটক আমেরিকায় বসবাসকারী খাদিজা’র পরিকল্পিত ভাবে হত্যাকারী স্বামী ও দেবর এর ফাঁসির দাবির টঙ্গীতে বিক্ষোভ মিছিল গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের দুর্ব্যবহার

কান ধরে উঠবসের বিষয়ে যা বললেন হিরো আলম

grambarta / ১০০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে ৷

ঘটনার পরেই এ জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে কান ধরিয়ে উঠবস করায়। এরপর আমাকে কিল-ঘুষি মেরেছে মুখে ও মাথায়। বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে। তাদের অভিযোগ, আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি। তবে হিরো আলমকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ।
তিনি বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপি তার ওপর হামলা করবে কেন? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন তিনি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন। মামলার পর দুপুর ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরের সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর