• বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে-আমিনুল হক টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

দর্শনায় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার গোলাম মওলা

grambarta / ১১৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

★★মাদক ও অপরাধ দমন সহ আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।
নিজস্ব প্রতিবেদক :  চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দর্শনায় বিএনপি-জামায়াতের নেতৃবন্দের সাথে মতবিনিময়সভা করেছেন। ১১ সেপ্টেম্বর  বুধবার বিকালে দর্শনা থানা চত্তরে অনুষ্ঠিত এ সভায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের অরজকতার ও নিজেদের কষ্ট ও হয়রানির কথা তুলে ধরে আলোচনা করেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। পুলিশকে সুধরিয়ে জনগণের পুলিশের ভূমিকায় দায়িত্ব পালনে নেতৃবৃন্দ আহ্বান জানান। অহেতুক হয়রানি বন্ধে পুলিশ নতুন রূপে কাজ করলে জনতার সহযোগীতা মিলবে বলেও জানানো হয়। এ সময় চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা) বলেন, আপনারা পরিবর্তন চাচ্ছেন, পরিবর্তন অবশ্যই হবে। সেক্ষেত্রে সময় দিতে হবে। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে দর্শনা থানা সহ গোটা চুয়াডাঙ্গা জেলাকে মাদকের শূন্যের কোটায় আনতে কাজ করবো অবিরাম। একটি কথা মনে রাখতে হবে যতক্ষন দর্শনা থানা যে যেমন দায়িত্বে রয়েছেন, তাদের সার্বিক সহযোগীতা করতে হবে এলাকার সন্ত্রাস, অপরাধ ও মাদক মুক্তে কাজ করার ক্ষেত্রে। আপনারা যে নির্যাতনের স্বিকার হয়েছেন তা অত্যান্ত দুঃখ জনক, তাই মনে রাখতে হবে অন্যরাও যাতে নির্যাতিত না হয়। ভিন্ন মত থাকতে পারে, দেশ ও জনগণের স্বার্থে, মাদক ও অপরাধ দমনে সকলের পুলিশের পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এ সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমান, ইন্সপেক্টর (অপরেশন) নিরব হোসেন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জোয়ার্দ্দার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান হাবিবুর রহমান বুলেট, কমিটির সদস্য, নাহারুল ইসলাম মাস্টার, শরিফ উদ্দিন, নাসির উদ্দিন খেদু, মাহবুবুল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, লুৎফর রহমান, জেলা জামায়াতের যুগ্নসাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, দর্শনা পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, সাবেক আমির সাহিকুর রহমান অপু, জামায়াত নেতা আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, দবির উদ্দিন, দর্শনা পৌর শিবিরের সভাপতি লোকমান হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন, দর্শনা থানা যুবদলের আহ্বয়ক জালাল উদ্দিন লিটন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, যুবদলনেতা সজিব, রাসেদ, আকাশ, লিংকন, মান্নান মাস্টার, রাসেদ, আশিব, সোয়েব, সামাউল সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর