• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন : মোটর সাইকেল প্রদান টঙ্গীতে গাড়ির ধাক্কায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

জামায়াতে ইসলামী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয় না : কর্মী সমাবেশে-রুহুল আমীন

grambarta / ৮১ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয় না বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন। ২৩ অক্টোবর শনিবার বিকাল ৪টার সময় ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ এই কথা বলেন তিনি। রুহুল আমীন বলেন, শুধু দুনিয়ার জন্য নয়, আখেরাতের শান্তির জন্য জামায়াতের কর্মীরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। টাকা নেই তবুও টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না। এসময় তিনি আরো বলেন, কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত কারো প্রতি প্রতিশোধ নেয়নি, নেবেও না। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী। তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনি সততার পক্ষে থাকলে আপনাকে বলতেই হবে জামায়াত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। কেননা তারা হাট-বাজার দখল করেনা, খাল-বিল দখল করে না। যারাই ভোট ডাকাতি করে তারাই জামায়াতকে গালি দেই। মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমীর রবিউর ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল মহসিন সামেন, সেক্রেটারি সাগর হোসেন ও জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা  জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, জেলা  প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন। উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন,সহকার সেক্রেটারী হাফেজ বিল্লাল হোসেন, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জীবননগর পৌর আমীর হাফেজ ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমীর হারুন আর রশীদ, বাকা ইউনিয়ন আমীর মাওলানা মফিজুর রহমান, হাসাদাহ ইউনিয়ন আমীর কামাল উদ্দিন, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমীর আমির হামজা, উথলী ইউনিয়ন আমীর নুরুল হুদা, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান, ডা. রফিকুল ইসলাম, যুব বিভাগের সেক্রটারি জাহিদুল ইসলাম, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সীমান্ত ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর