• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন : মোটর সাইকেল প্রদান টঙ্গীতে গাড়ির ধাক্কায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত-৩

grambarta / ৮৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক মুসল্লিরা । মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন বাচ্চু মিয়া (৭০), তাইজুল (৬৫) ও বেলাল (৬০)। এদের মধ্যে বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে। বেলালের বাড়ি ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকায় এবং তাইজুলের বাড়ি বগুড়া জেলায়। তাবলীগ জামাতের মুরুব্বি ও পুলিশ সূত্রে জানা যায়, তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীরা জোড় ইজতেমা সম্পন্ন করে টঙ্গীর ইজতেমা ময়দান দখলে রাখেন। এর মধ্যেই তাবলীগ জামাতের অপর পক্ষ মাওলানা সাদের অনুসারীরা একই ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। একপর্যায়ে মাওলানা সাদের অনুসারীরা মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ইজতেমা ময়দানে বিভিন্ন দিক থেকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় মাওলানা জুবায়েরের অনুসারীরা তাদেরকে বাধা দেয় এবং গাড়িতে হামলা করে। এতে বেশ কয়েকজনকে আহত হন। উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে তাজুল ইসলাম নামে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আরও দুজন আহত মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে অবস্থান নেন। এ ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে তারা টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করবেন। এতে কোনো বাধা তারা মানবেন না। সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে, তাবলীগ জামাতের শুরায়ী নেজাম অর্থাৎ মাওলানা জুবায়েরের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলীগের মারাত্মক আহত ও মুমূর্ষু শত শত সাথী আহসানউল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শুরায়ী নেজামের মোট তিনজন ইন্তেকাল করেছেন। তারা হলেন বাচ্চু মিয়া, তাইজুল ও বেলাল। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর