নিজস্ব প্রতিবেদক : জীবননগর থানা পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। একজন আটক হলেও আরও দুই জনের বিরুদ্ধে পালাতক হিসাবে মামলা রুজু করা হয়েছে। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান’র নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সহ সঙ্গীয় অফিসার ফোর্স বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন জনৈক মোঃ সাগর মিয়া এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় নতুন পাড়ার আয়নাল হকের ছেলে
রাসেল হোসেন (২৭) ও একই গ্রামের মৃত্যু
গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় । পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ীর বিল্ডিং এর ছাদের উপর খড়ের গাদার নিচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় নতুনপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম (২৬)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেন্সিডিল উক্ত আটককৃত আসামি ও পালাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।