• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ : নারীসহ আহত-২২ গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল : ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় মোনাজাত চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান: ১’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : একাধিক মামলার আসামী ওয়াসীম আটক, ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার বিয়েবাড়িতে গন্ডগোলের জেরে বর সহ কয়েকজন অবরুদ্ধ : ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে ওসি নিজেই বিপাকে, উদ্ধার করল সেনাবাহিনী জীবননগরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ ৫রাউন্ড গুলি উদ্ধার পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযান: গ্রেপ্তার ৯, অস্ত্র-মাদক উদ্ধার

grambarta / ১০২ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ‘ছিনতাইকারী চক্রের’ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২০ জানুয়ারি) সংস্থাটি জানিয়েছে, এ অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতির মাধ্যমে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি করে। বিগত কিছুদিন ধরে রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ইত্যাদি এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে ছিনতাইয়ের ফুটেজ প্রচারিত হয়। স্থানীয়রা র‍্যাব-১ এর কাছে এ সংক্রান্ত অভিযোগ করে। এতে আরও বলা হয়, অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং জানতে পারে যে টঙ্গীর মাজার বস্তিতে অবস্থান করে কিছু চক্র স্থানীয় বাসযাত্রী, চাকরিজীবী এবং পেশাজীবী মানুষের ব্যক্তিগত ফোন, মানিব্যাগ ইত্যাদি ছিনতাই করে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। চক্র শনাক্তের পর র‍্যাব-১ মাজার বস্তিতে একটি সাঁড়াশি অভিযান চালায় এবং চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের নেতা মো. শামীম (২১), মো. বিল্লাল (১৮), সুমন (১৯), শাওন (২৬), মিনারুল (২৭), রুবেল, (২৩), রানা (২৫), রাশেদ (২৫) এবং সুজন (২১)। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর মাজার বস্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপর মাদক ব্যবসায়ী লাইলীর দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন হিজড়া সম্প্রদায়ের ব্যক্তি আহত হন। সংঘর্ষ শেষে তারা এলাকা থেকে পালিয়ে যায়। র‍্যাব-১ তাদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং একটি গ্যাস গানের কার্তুজ উদ্ধার করে। উদ্ধার সামগ্রির তালিকায় উল্লেখ করা হয়, ৮৪ হাজার ৫১০ টাকা, ১৮ মার্কিন ডলার, আড়াই লিটার বিদেশি মদ, আধা লিটার বিদেশি বিয়ার, ৪৪ পুড়িয়া হেরোইন, ৩২টি দেশি অস্ত্র, ৫টি সিসিটিভি ক্যামেরা, ১ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং একটি হাত ঘড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর