• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১২০ লিটার বাংলা মদ সহ আটক-২

grambarta / ৬৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০(একশত বিশ) লিটার বাংলা মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ)/মোঃ হাসান মুন্সী, এসআই (নিঃ) তুহিন মিয়া, এএসআই(নিঃ) রনজু আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর। এসময় আটক করা হয় চুয়াডাঙ্গা দৌলতদিয়ার (দক্ষিনপাড়ার) মোঃ শুকুর আলীর ছেলে মোঃ চান্দু মন্ডল (৫৫) ও একই গ্রামের বখতিয়ার হোসেন জোয়ার্দ্দার এর ছেলে মোঃ একরামুল হোসেন জোয়ার্দ্দার (৩৫) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০(একশত বিশ) লিটার বাংলা মদ । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর