নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, তিনি আউচপাড়া পাঞ্জুখান রোডের যুবলীগ নেতা সুমন শেখ ও আব্দুল্লাহ আল মামুনের অধীনে ইন্টারনেট ও ডিশ লাইনের লাইনম্যান হিসেবে কাজ করতেন। পরে তিনি তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে বাধা দেন এবং চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তারা।মঙ্গলবার রাত ১১টার দিকে সুমন ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে স্থানীয় পাঞ্জুখান রোডের এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সুমন শেখ, আব্দুল্লাহ আল মামুনসহ আরও ২-৩ জন মিলে তাকে বেধড়ক মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সুমন শেখ চাপাতি দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা নগদ ১১ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।