• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
খেলাধুলার প্রতি যূব-সমাজকে আকৃষ্ট করতে বিএনপি কাজ করছে : এম মঞ্জুরুল করিম রনি এম এ মান্নানের মৃত্যু স্বাভাবিক নয়; পরিকল্পিত হত্যা অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : সাবেক ইউপি চেয়ারম্যান ইনু সহ গ্রেফতার-৪ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন র‍্যাবের হাতে আটক দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে চলছে কোমড় অপসারণ অভিযান টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবকের কুপিয়ে হত্যা টঙ্গীতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

খেলাধুলার প্রতি যূব-সমাজকে আকৃষ্ট করতে বিএনপি কাজ করছে : এম মঞ্জুরুল করিম রনি

grambarta / ৩৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট পরবর্তী সময় আমরা নেতাকর্মীরা (বিএনপি) সকলে মিলে চেষ্টা করেছি যুবসমাজকে খেলার প্রতি আকৃষ্ট করার জন্য। আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চলে ওয়ার্ড ভিত্তিক খেলাধুলায় (ক্রিকেট, ফুটবল, ভলিবল) আমরা সহযোগীতা করেছি। তরুণ প্রজন্মকে যেন আমরা সেদিকে আকৃষ্ট করতে পারি। যেন মাদক থেকে যুবসমাজকে আমরা সরিয়ে আনতে পারি।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে ডিএফএ গাজীপুর জেলার আয়োজনে এম এ মান্নান স্বৃতি স্বরণে অনুষ্ঠিত প্রিতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা জানেন যে, গাজীপুর বাংলাদেশের বৃহৎ সিটি কর্পোরেশন। এই গাজীপুরে বিভিন্ন অঞ্চলের (জেলার) মানুষ বসবাস করে। এখানে ৬৪জেলার মানুষই মাইগ্রেটেড হয়েছে। এখানে অনেক ধরনের লোক আছে, ভালো মানুষও আছে মাদক ব্যাবসায়ীদের দৌরাত্মটাও বেশি। সেখান থেকে আমরা চেষ্টা করছি সমাজটাকে রক্ষা করার জন্য। এ ব্যপারে বিএনপির সকল নেত্রীবৃন্দ তৎপর আছি আমরা।রনি বলেন, এজন্যই আমরা এম এ মান্নান গাজীপুরের জনপ্রিয় গণমানুষের নেতা, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আমরা সকলে মিলে খেলা দেখতে আসছি। এরপর পুরস্কার বিতরণী হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, সিটিতে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করতেছি। খেলাধুলার প্রতি যুবসমাজকে আকৃষ্ট করার জন্য বিএনপি কাজ করছে। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথী নগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার তার বক্তব্যে বলেন, আপনারা জানেন আমাদের গাজীপুরে সবচাইতে জনপ্রিয়, মাটি ও মানুষের নেতা ছিলেন অধ্যাপক এম এ মান্নান সাহেব। একই সাথে তিনি সাবেক মন্ত্রী ও মেয়র ছিলেন। তার তৃতীয় মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। তাকে স্বরণ করেই আজকে এই প্রিতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। আজকে সিরাজগঞ্জ বনাম গাজীপুরের যে প্রিতি ম্যাচ তাতে অসংখ্য দর্শক উপস্তিতী দেখতে পাচ্ছেন আপনারা। আজকে গাজীপুরবাসি এ প্রিতি ম্যাচ উপভোগ করছেন।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শওকত বলেন, গাজীপুরের এই জনপ্রিয় নেতা এম এ মান্নানের মৃত্যু স্বাভাবিক ছিলোনা, বিগত সরকারের যারা ফ্যাসিবাদ কায়েম করেছে যারা স্থানীয় নেতা ছিলেন তাদের ইন্ধনে বারবার তাকে কারা বরণ করতে হয়েছে। উনি মুক্তি পেয়েছেন আবারো তাকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। উনি যখন মৃত্যু-শয্যা হয়ে গেছেন তখন তাকে আর মামলা দেয়া হয়নি। শওকত বলেন, তাকে আমরা চিকিৎসা করে শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি। এই গাজীপুর বলতে অধ্যাপক এম এ মান্নানকে বুঝাবে। এখানে যত ধরনের এমারত রাস্তা, ঘাট, টানেল হবে, সেগুলো অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের দলের কাছে ও রাস্ট্রের কাছে আমাদের চাহিদা পত্র ইতোমধ্যে ঘোষণা করেছি। এটা আমরা অব্যাহত রাখবো সেটা আমাদের প্রাণের দাবি। প্রিতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গাজীপুর জেলা ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। এতে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। শহীদ বরকত স্টেডিয়ামের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে গাজীপুর ফুটবল একাদশকে (০-১) গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। অংশগ্রহণকারী খেলোয়াড়রা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনিসহ অতিথীরা। এসময় উপস্তিত ছিলেন, গাজীপুর ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো: হান্নান মিয়া হানুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, এডভোকেট এমদাদ খান, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির আহমেদসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর