নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আটক করেছে। সেই সাথে মাদক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) দুপুর ২ টার দিকে দর্শনা থানাধীন আজমপুর গ্রামস্থ পুরাতন বাজার টু দর্শনা বাসষ্ট্যান্ড গামী দর্শনা প্রেসক্লাব এর অনুমান ২০০ গজ সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আজমপুর গ্রামস্থ পুরাতন বাজার টু দর্শনা বাসষ্ট্যান্ড গামী দর্শনা প্রেসক্লাব এর অনুমান ২০০ গজ সামনে পাকা রাস্তার উপর। এ সময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর (হল্ট স্টেশন পাড়ার) লিয়াকত আলীর ছেলে মোঃ ইস্রাফিল হোসেন (৪৫)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল, মূল্য ৮০ হাজার টাকা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।