• রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে আনন্দ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক-১, মোটরসাইকেল উদ্ধার যথাযোগ্য মর্যাদায় টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত খেলাধুলার প্রতি যূব-সমাজকে আকৃষ্ট করতে বিএনপি কাজ করছে : এম মঞ্জুরুল করিম রনি এম এ মান্নানের মৃত্যু স্বাভাবিক নয়; পরিকল্পিত হত্যা অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

grambarta / ৩৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের চাঁদা উত্তোলন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। ৩ মে শনিবার সকালে টঙ্গীর ন্যাশনাল টিউব রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জাহির হোসেন সোহাগ (সোহাগ ভান্ডারী) (৩৮), শাহাদাৎ হোসেন (৩৫), ফারুক জোয়ার্দার (৪২), হেলাল মিয়া (৩৩), ইউসুফ হোসেন (৩২), আবু সাঈদ (৪৫), মোহর আলী (২৮) সহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।আহত গাজীপুর জেলা ট্রান্সপোট ঠিকাদার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে আজাদ হোসেন অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে। আমরা গাজীপুর জেলা ট্রান্সপোট ঠিকাদার মালিক সমিতি নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিরোধীতা করলে কিছুদিন পূর্বে আজাদ আমাদের সাথে বাক বিতণ্ডায় জড়ায় এবং আমাদের নানা হুমকি প্রদান করে। তিনি আরও বলেন, আজ সকালে পার্কিং করা আমাদের গাড়ী পাহাড়া দেয়ার সময় আব্দুর রশিদ ভূইয়া ও এ. কে আজাদের নির্দেশে শ্রমিক ইউনিয়নের নেতা সেলিম, মারুফ, আজগর, আইউয়ূব এর উপস্থিতিতে হেলমেট ও মাস্ক পরে প্রায় ১০০-১৫০ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্যেশ্যে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমরা অন্তন্ত ১০ জন গুরুতর আহত হই। বর্তমানে সকলেই শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দিন আহমেদ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত নাইট গার্ড বেল্লাল হোসেন বলেন, ট্রাক ট্রার্মিনালের সভাপতি ও সেক্রেটারির নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে। আমি একজন সাধারণ নাইট গার্ড। তারা আমাকেও নির্মমভাবে মেরেছে। কিছু বুঝে উঠার আগেই ট্রাক ভর্তি সন্ত্রাসীরা এসে লোহার রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। আমি গুরুতর আহত হয়েছি। মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি। আহত গাজীপুর জেলা ট্রান্সপোট ঠিকাদার মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সোহাগ উরফে সোহাগ ভান্ডারীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম নাহ। ভোরে চাঁদা উঠানোকে কেন্দ্র করে গাড়ীর চালকেরা বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে শ্রমিকদের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে আজাদ হোসেন বলেন, সম্প্রতি কিছু লোক ট্রাক ড্রাইভারদের কাছ থেকে জোড় পূর্ব চাঁদা উত্তোলন করছে তারই প্রেক্ষিতে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে শুনেছি সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ আমার জানা নেই।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর