• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপি ও তাঁতিদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

grambarta / ১৩০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। মঙ্গলবার (২৪ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এ নোটিশ প্রেরণ করা হয়। বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হলে টঙ্গী জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু ও টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী। জানা যায়, গত মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়ন কর্মসুচীর অংশ হিসেবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। এসময় সভায় উপস্থিত টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রতিবাদ করলে সভায় হট্টগোলের সৃষ্টি হয়। এসময় সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন আজিজুল হক রাজু। এক পর্যায়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক ভাবে সমাধান করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টঙ্গী জুড়ে সমালোচনা সৃষ্টি হয়। অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরন করতে শুরু করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী। বিষয়টি জানাজানি হলে টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতারা তার বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদানে অনুরোধ জানিয়ে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেন। এ বিষয়ে ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবো। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী বলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি আমাকে সদস্য ফরম দিয়ে সদস্য নবায়ন করতে বলেছেন। আমি দলীয় নির্দেশনা মেনে কয়েকজনকে সদস্য হিসেবে ফরম পূরণ করিয়েছি। এরপরও থানা বিএনপির নেতৃবৃন্দ বিষয়টিতে মনখুন্ন হওয়ায় তাদের কাছে দু:খ প্রকাশ করেছি এবং আমাদের মহানগর নেতৃবৃন্দের কাছে বিষয়টি অবগত করেছি। টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জবাব সন্তুষ্ট জনক হলে দলীয় ভাবে বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গীতে বিএনপি ও তাঁতিদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর