• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে টঙ্গীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

grambarta / ৯৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
oplus_0

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী দক্ষিণ দত্তপাড়া ৪৮ নং ওয়ার্ডের এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জহির মার্কেট এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কবীর হোসেন লিটন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, গাজীপুর জেলা আইনজীবী ফোরামের সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সাইফুল মোল্লা, ৪৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সোহেল, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি মোশারফ হোসেন সরদার, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ দত্তপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমিতির আহ্বায়ক সাজু মিয়া, ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দক্ষিণ দত্তপাড়া যুব কল্যাণ পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক রাজীব খান, দক্ষিণ দত্তপাড়া ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক জাফর হোসেন, সদস্য সচিব আবুল কাশেম পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একশ্রেণির চাঁদাবাজ এবং সন্ত্রাসী জহির মার্কেট এলাকা সহ আশপাশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ৫ তারিখের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে তারা এসব অপকর্ম করছে। যাতে বিএনপির নাম ভাঙিয়ে এসব চাঁদাবাজী-সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস চাদাবাজ ও মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময় বক্তারা আরো বলেন যারা বিগত দিনে দলের সাথে সম্পৃক্ত ছিলোনা তারা এখন দলে ঢুকে এ ধরনের অপকর্ম করে বিএনপি’র সুনাম ক্ষুন্ন করছে। যারা এ ধরনের কাজ করছে তারা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে চিহ্নিত করে পুলিশে সোপর্দ করা হবে। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর