• শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্টে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান : দুই থানায় গ্রেফতার-৬৫ জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টঙ্গীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টঙ্গীতে মাদ্রাসার পাশে থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ঋণের টাকা পরিশোধ না করায় নারীকে তালাবদ্ধ রাখার অভিযোগ বিআরডিবি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে টঙ্গীতে ছিনতাইকারীর হাতে পোশাক শ্রমিক নিহত-জনমনে ছিনতাই আতঙ্ক জীবননগরে পণ্যবাহী ট্রাক খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও হেলপার

টঙ্গীতে ছিনতাইকারীর হাতে পোশাক শ্রমিক নিহত-জনমনে ছিনতাই আতঙ্ক

grambarta / ৬৮ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। (৯ জুলাই) বুধবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজুর রহমান (২১) বরিশাল সদর থানার হায়াতসার গ্রামের মো. ফরিদ উদ্দিন এর ছেলে। সে বরিশালের সরকারী সৈয়দ হাতেম কলেজের অনার্সের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি টঙ্গি পূর্ব থানাধীন একটি পোশাক কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ জানান, গতকাল বুধবার রাত দেড় টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছা মাত্র অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মাহফুজুর রহমানকে আকস্মিকভাবে আক্রমণ করে। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে ২ টি কোপ দেয় ছিনতাইকারীরা। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনার সময় ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় সিএনজিতে তুলে দিলে সিএনজি ড্রাইভার আবুল হোসেন তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ছিনতাই কারীদের হাতে নিহতের ঘটনা শুনেই সঙ্গে সঙ্গে যাওয়া হয়। যদিও ঘটনাস্থল টঙ্গী পশ্চিম থানার আওতাধীন তবুও টঙ্গি পূর্ব থানা পুলিশের একটি টিম হাসপাতালে পাঠিয়েছি এবং টঙ্গী পশ্চিম থানা কে বিষয়টি অবহিত করেছি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ছিনতাইকারীদের হাতে যুবক নিহত হওয়ার সংবাদ পাওয়ার পরপরই আমাদের থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহতের লাশের রিপোর্ট প্রস্তুত করেনএবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য নিহতের লাশ পুলিশ হেফাজতে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর