নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের গবীন্দবাড়ী এলাকার একটি গজারি বন থেকে আগুনে পুড়া অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে । শনিবার (২ আগষ্ট) আনুমানিক দুপুর ১২টায় বন বিভাগের গভীর বনের ভিতর এই লাশ উদ্ধার করেন কাশিমপুর থানা পুলিশ । বনের ভিতরের পথচারীরা চলাচলের সময় এই অজ্ঞাত লাশ দেখতে পেলে ৯৯৯ ফোন করে কাশিমপুর থানাকে অবগত করে। কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশটি উদ্ধার করেন, এসময় কাশিমপুর থানার এস আই রোকন জানান আমরা ৯৯৯ ফোনে ঘটনা জানতে পারি তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনা স্হলে আসি এবং অজ্ঞাত লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর রহস্য ।